দিনলিপি — ৩রা এপ্রিল, ২০১৯
১/ প্রতিদিন সকালে প্লান করি কিভাবে কাজ করবো, কিভাবে কথা বলবো, আচরণ করবো, কিন্তু পারিনা নিজের চিন্তা চেতনায় স্থির থাকতে, কেন পারিনা আজও তা জানিনা।
২/ সব সিনিয়রেরা জুনিয়রদের মাঝে বেশ কিছু বুলশিট দেয়, আমার মনে হয় আমিও তা দেওয়া শুরু করছি, সুতরাং আমাকে তা বন্ধ করতে হবে। কিঊ-এ টিমের রুমে গিয়ে আমিও ইদানীং তা শুরু করেছি মনে হচ্ছে, আজকে এটা বুঝলাম ওরা এতে প্রচন্ড বিরক্ত হয়। সুতরাং আমাকে এটা বন্ধ করতে হবে।
৩/ জীবনটা মনে হচ্ছে একটা সিমুলেশান এর মত, প্রতিদিন অফিসে যাই আর দ্রুত বৃহস্পতিবার চলে আসছে, আর কোন কাজ হচ্ছেনা, পুরোতন কাজে অনেক ভুল বের হচ্ছে, সব মিলিয়ে এক জগাখিচুড়ি অবস্থা।
৪/ চাকরিটা মনে হয় ছেড়ে দিতে হবে, এত পেইন নিয়ে চাকরি করতে পারবোনা।
আরও অনেক কিছু নিয়ে লিখতে চেয়েছিলাম, কিন্তু মন দিতে পারছিনা আর, পরে লিখবো-
শিহাব