এসপারগাস সিন্দ্রোম
এবং তথ্য আদান প্রদান, আলোচনা
১/ গত কয়েকদিনে জিলিয়ানের সাথে বেশ কিছু আলাপ আলোচনা হলো, এতদিন ভেবেছিলাম সে আমাকে একটু হলেও বুঝে কিন্তু এখন মনে হলো সেও আমাকে বুঝেনা। আমি কনসেন্ট্রেশান ধরে রাখতে পারিনা বা কাজ পারিনা, মনে হলো এটা মোটামুটি সত্য। জানিনা কি করবো, বা কিভাবে বেঁচে থাকবো, তবে হার মানবোনা, চেষ্টা করে যাবো শেষ পর্যন্ত।
২/ আজকের মধ্যে যেকোনভাবে একাঊন্টস শেষ করতে হবে আমার তরফ থেকে, শেষ না হলে কালকে শামীম ভাইয়ের সাথে বসা হবেনা, চাকুরীও থাকবেনা।
৩/ কাল থেকে পেরোলের কাজ শুরু করতে হবে আর শামীম ভাইয়ের কনফ্লয়েন্স রিলেটেড পড়ালেখা।
৪/ এখন যেটা বুঝছি নিজেকে ফোর্স করে একটা রুটীনে বাধ্য করে কাজ করতে হবে। আর কাজ, কথা ও আচার আচরণ নিয়ে অনেক সতর্ক হতে হবে।
৫/ প্রতিদিন প্রকৃত কাজ নির্ধারণ করতে হবে আগের দিন রাতে এবং শামীম ভাই ছাড়া অফিসে অন্য কারও সাথে কাজ ছাড়া অন্য কোন কিছু নিয়ে কোন আলোচনা করা যাবেনা।
৬/ চিন্তা, অলসতা ইত্যাদি বাদ দিতে হবে, করতেই হবে, পারতেই হবে, চেষ্টা করে যেতেই হবে।
দিনলিপি — ৪টা এপ্রিল, ২০১৯।